বিসিএলে সেঞ্চুরি হাঁকালেন ইনজুরিতে থাকা ইমরুল

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলে চার দিনের ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে দুর্দান্ত শতক তুলে নিয়েছেন ‘ইনজুরি’তে থাকা ইমরুল কায়েস। গতকাল রোববার বিসিএলের পঞ্চম রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে ২১০ বলে ১৩৬ রানের নজরকাড়া ইনিংস খেলেন ইমরুল। তার ইনিংসটি ১৮টি চার ও ২টি ছক্কার মারে সাজানো।

এটি ইমরুল কায়েসের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। এর আগে ৮৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫৯ ইনিংসে ব্যাট করে ৫ হাজার ৩৭৭ রান করেন বামহাতি এ ব্যাটসম্যান। ইনজুরির কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দলে জায়গা পাননি ওপেনার ইমরুল কায়েস। আগামী ৭ মার্চ প্রথম টেস্ট ম্যাচ। তবে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় আছেন ইমরুল। ১৬ সদস্যের স্কোয়াড যখন ঘোষণা করা হয় তখন এমন কথাই বলা হয়েছিলো। বিসিএলে কেমন খেলেন ইমরুল তার ওপর নির্ভর করবে টেস্টে ইমরুল কায়েসের অন্তর্ভূক্তি।

নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়েন ইমরুল। এরপর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে যান তিনি। পরে প্রস্তুতি ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন ইমরুল। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচও খেলা হয়নি। এরপর দেশে ফিরে আনা হয় তাকে। গত মঙ্গলবার ঘোষণা করা হয় শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের স্কোয়াড। সেখানে জায়গা হয়নি ইমরুলের।