সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে
স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি। আজ রোববার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে খুলনা বিভাগের ১০ জেলায় এই ধর্মঘট পালিত হবে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ওই সভায় এ সিন্ধান্ত নেয় শ্রমিক নেতারা। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিহবনের চালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ঘটনায় করণীয় নির্ধারণে শনিবার সংগঠনের যশোরের চাঁচড়া এলাকায় আঞ্চলিক কমিটির অফিসে (শ্রমিক ভবন) জরুরিসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু জানিয়েছেন, ৩৪টি বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে শনিবার তারা পরিবহন ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন।
এদিকে চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘটের চতুর্থ দিনে বাসস্ট্যান্ডগুলো থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষের। শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা, থ্রি হুইলার, শ্যালোইঞ্জিনচালিত যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। চুয়াডাঙ্গায় যানবাহন চলাচল না করার কারণে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন জানান, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় যশোরের চাঁচড়া এলাকায় আঞ্চলিক কমিটির অফিসে (শ্রমিক ভবন) জরুরি সভা শুরু হয়। সভায় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে শ্রমিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বক্তারা দাবি করেন, বাসচালক (চুয়াডাঙ্গা ডিলাক্স) জামির হোসেনের মামলা ৩০৪/খ ধারায় মামলা হওয়ার কথা। কিন্তু তা না করে বিচার হয়েছে ৩০৪/ক ধারায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও বিচারক ‘বিশেষ মহলের’ চাপে তাকে শাস্তি দিয়েছেন।
ওই সময় বেসিক ইউনিয়নের নেতাকর্মীরা বক্তৃতাকালে জানান, বাসচালক (চুয়াডাঙ্গা ডিলাক্স) জামির হোসেনের মামলা ৩০৪/খ ধারায় মামলা হওয়ার কথা। কিন্তু তা না করে বিচার হয়েছে ৩০৪/ক ধারায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও বিচারক ‘বিশেষ মহলের’ চাপে তাকে শাস্তি দিয়েছেন। তারা জানান, শ্রমিকরা যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে গাড়ি চালাবে না। ওই সময় শ্রমিকরা আন্দোলনের কঠোর কর্মসূচির দাবি জানাতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সবার চেয়ার ছুঁড়তে থাকেন। মঞ্চে থাকা নেতারা সভাস্থল ছেড়ে যেতে বাধ্য হন। ২০ মিনিট পরে নেতারা ফের সভাস্থলে এসে শ্রমিকদের শান্ত করেন এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। শ্রমিক নেতাদের সিদ্ধান্ত মোতাবেক আজ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, মাগুরা, খুলনা, মেহেরপুরসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। ধর্মঘট চলাকালীন সময় এসব জেলায় সব ধরনের ইঞ্জিন চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসময় সংগঠনের ১০ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, কয়েকদিন আগে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। এ রায়ের প্রতিবাদে ও জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অবিলম্বে বাস চালক জামির হোসেনকে নিঃশর্ত মুক্তি না দিলে এ পরিবহন ধর্মঘট চলমান থাকবে।
সভায় বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক রুহুল কুদ্দস টিটো, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, ঝিনাইদের শ্রমিক নেতা সাগর হোসেন, সাতক্ষীরা শ্রমিক নেতা শাহীন উদ্দীন, যশোরের মোস্তফা কামাল, কালিগঞ্জের আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
২০১১ সালের ১৩ অগাস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। বুধবার এ মামলার রায়ে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর প্রতিবাদে ওই দিন থেকেই চুয়াডাঙ্গার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।