চুয়াডাঙ্গা রেলস্টেশনে চলন্ত ট্রেনে নারী যাত্রীর ব্যাগ ছিনতাই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দুই নারী যাত্রীর ব্যাগ ছিনতাই হয়েছে। চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে ট্রেনে ওঠার সময় দিনদুপুরে দুই নারী যাত্রীর ব্যাগ ছিনতাই করে পালায় ছিরতাইকারীরা। স্টেশনে রেলওয়ে পুলিশ থাকা সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনে পৌঁছায়। চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার মৃত আহসান কবির নান্নুর স্ত্রী নুরুন নাহার মুক্তি ও একই পাড়ার মৃত গোলাম সারওয়ারের মেয়ে চাঁদ সুলতানা রিপা ঢাকার যাত্রী হয়ে ট্রেনে উঠতে যান। চলন্ত ট্রেনে দুজন উঠতে গেলে ভিড়ের ভেতর ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ভ্যানিটিব্যাগ ও দামি মোববাইলফোন নিয়ে সটকে পড়ে। তাদের চিৎকার চেঁচামেচিতে রেলওয়ে পুলিশ শুধু ছোটাছুটি করতে থাকে। মুক্তির ব্যাগে ৩ হাজার ও রিপার ব্যাগে প্রায় ২ হাজার টাকা ছিলো বলে তারা জানান।

Leave a comment