দর্শনায় আস্থা’র পুরস্কার বিতরণকালে সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু
দর্শনা অফিস: দর্শনার সামাজিক উন্নয়ন সংস্থা আস্থা’র পক্ষ থেকে মহান একুশের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। দর্শনা পৌর শহরের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। গত বুধবার বিকেলে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু বলেন, তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা মানুষের কল্যাণে কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ নানামুখি কার্যক্রমের ক্ষেত্রে অনেকেরই আস্থা অর্জন করেছে। আস্থার পরিধি উত্তর-উত্তর বৃদ্ধি পাক, গোটা এলাকায় ছড়িয়ে পড়ুক তাদের কার্যক্রম এ শুভ কামনা করি। বিশেষ অতিথির বক্তব্যে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, তরুণ সমাজ যখন মাদকের দিকে ঝুঁকে পড়েছে, ঠিক তখনই সেচ্ছাসেবী সংগঠন আস্থার আবির্ভাব আমাদের আশান্বিত করেছে। দর্শনাকে মাদকমুক্তকরণে ক্ষেত্রে আস্থা একদিন বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি আস্থা রাখি। দর্শনা ডিএস মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউদ্দীন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম, শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।