চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা

 

ইসলাম রকিব: চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন স্বাক্ষরিত কাবাডি প্রতিযোগিতা সম্পর্কিত এক পত্রের আলোকে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিসভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ (আহবায়ক) ১০ সদস্য বিশিষ্ট প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সকলেই উপস্থিত ছিলেন। প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তরিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র এ এসপি দামুড়হুদা সার্কেল কলিমউল্লাহ, সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, দামুড়হুদা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ, জীবননগর থানা অফিসার ইনচার্জ এনামুল হক, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এএইচএম কামরুজ্জামান, আরঅই পুলিশ লাইন্স, এসআই (সশস্ত্র) সোলায়মান হোসেন মোল্লাসহ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ। প্রস্তুতিসভায় সিদ্ধান্ত গৃহিত হয় প্রতিটি থানা একটি করে কাবাডি টিম গঠন করে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ সুপার চুয়াডাঙ্গা বরাবর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ছায়াকপিসহ খেলোয়াড়দের নামের তালিকা পাঠাতে হবে। আগামী ৮ মার্চ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত গৃহিত হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নিয়মানুয়ায়ী লিগভিত্তিক এ ‘পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা ২০১৭’ অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে।

Leave a comment