স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করবেন বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চলমান সঙ্কট নিরসনে উদ্যোগ নেয়ার আহ্বান জানাতেই তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতাকে সাক্ষাতের সময় দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় চেয়ে গতকাল সোমবার বিকেলে বিরোধীদলীয় নেতার নেতৃত্বে ২০ জনের একটি প্রতিনিধি দলের জন্য অনুমতি চাওয়া হয়। বঙ্গভবন থেকে ফোন করে সন্ধ্যায় সাক্ষাতের সময়সূচির কথা জানানো হয়েছে বলে জানান সালেহ আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সাথে বৈঠকের বিষয়বস্তু চূড়ান্ত করতে সোমবার রাতে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া। সঙ্কট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে একটি লিখিত বক্তব্য দেয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। খালেদা জিয়ার নেতৃত্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও দলের কয়েকজন সিনিয়র নেতাসহ ৮/১০ জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যেতে পারেন। দেশি-বিদেশি নানা উদ্যোগের পরও সংলাপে সরকারি দলের অনীহার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করবেন তিনি। দেশে সুস্থিতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে আহ্বান জানাতে পারেন বিরোধীদলীয় নেতা।