চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোকনকে ফুলেল শুভেচ্ছা

 

 

দর্শনা অফিস: দর্শনা ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনায় আ.লীগের মতবিনিময়সভা মঞ্চে জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেটওয়ার্কের পরিচালক মিজানুর রহমান, রেজাউল ইসলাম, নেফাউর রহমান মন্টু, জাহিদুল ইসলাম, হারুন রাজু, রানা, নাজিম উদ্দিন, আলমগীর হোসেন, ঝন্টু, বাবু, দোলন ও খোকন। মঞ্চে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম প্রমুখ।

Leave a comment