কালীগঞ্জ প্রতিনিধি: ‘শুভ কর্মপথে ধরো নির্ভয় গান সব দুর্র্বল, সংশয় হোক অবসান’ এই স্লোগান নিয়ে ঝিানইদহে কালীগঞ্জে ২০১৬ সালে পিএসসি ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগিতায় এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুনিকেতন পাঠশালা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ডিডিইডি’র নির্বাহী পরিচালক নাছিমা আক্তার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মকছেদ আলী বিশ্বাস, সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা আলহাজ রোকেয়া খাতুন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিয়নের সভাপতি মেহেদী হুসাইন আজম প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শ’ ৫ ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২শ ২০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।