পারভেজকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিবেশী লেবু

চুয়াডাঙ্গার ঈদগা মোড়ে প্রকাশ্যে ধারালো অস্ত্রধারীর নৃশংসতা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঈদগাপাড়ার পারভেজকে (৩৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজ রোডস্থ নিটল টাটা শোরুমের সামনে থেকে গুরত্বর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পারভেজ চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার ভাটা মিয়ার ছেলে।
আহত পারভেজ বলেন, বাড়ি থেকে বেরিয়ে ব্যক্তিগত কাজে কোর্টে যাচ্ছিলাম। ঈদগা মোড়ে নিটল টাটা শোরুমের সামনে পৌঁছুলে প্রতিবেশী শফি ড্রাইভারের ছেলে লেবু অতর্কিত হামলা চালিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। আমি চিৎকার করলে সাধারণ মানুষ এগিয়ে আসলে লেবু সটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। অবস্থা গুরত্বর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া পরামর্শ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পারভেজকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়েছে।
তার ওপর কেন হামলা? এ প্রশ্নের জবাবে পারভেজ জানান, ২০০৯ সালের দিকে দৌলাতদিয়াড়ের ফরহাদকে ব্যবসা করার জন্য ১ লাখ টাকা ধার দিই। চুক্তিনামাও করা হয়। ওই চুক্তিনামা কৌশলে হাতিয়ে নেয় লেবু। পরে লেবুর সাথে পারভেজের চুক্তি হয় ফরহাদের কাছ থেকে টাকা উদ্ধার করে দেবে। এজন্য লেবুকে মোটাঅঙ্কের টাকা দিতে রাজি হয় পারভেজ। কিন্তু লেবু ফরহাদের কাছ থেকে টাকা উদ্ধারে ব্যর্থ হয়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে পারভেজের ওপর লেবু হামলা চালিয়েছে। এই লেবু দৌলাতদিয়াড়ের ফরহাদের নিকট টাকা আদায় করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জখম হয়। ফলে তার হাতের তিনটি আঙ্গুলও হারাতে হয়। সেই ঘটনার পর এবার লেবু তারই এক সময়ের ঘনিষ্ঠ পারভেজের ওপর নৃশংসতা চালালো।

Leave a comment