স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার ত্রাস বোয়ালিয়ার ওহিদুলকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ সরোজগঞ্জ বাজারের কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওহিদুল ওরফে ওহিদকে গ্রেফতার করে।
এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের গাং পাড়ার আযূব আলীর ছেলে ওহিদুল ওরফে ওহিদ (৩৫) জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপারের নির্দেশে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জ বাজারের কুতুবপুর ইউনিয়নের পরিষদের সামনে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ওহিদুল ওরফে ওহিদকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ডিঙ্গেদহ মানিক দিহি মাঠে খুন হওয়া ঝিনাইদহ হরিণাকু– কেষ্টপুরের ময়নুদ্দিন হত্যা মামলাসহ হাপ ডজনের বেশি অপহরণ, চাদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
উল্লেখ্য, গত ৩ মাস আগে ঝিনাইদহ জেল থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আবার ও সন্ত্রাসী বাহিনি তৈরি করে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকালাপ চালিয়ে আসছিলো ওহিদুল। তাকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।