স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সার্টিফিকেট পেলো বহুল আলোচিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও)’র ৯০ (এইচ) ধারা অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করায় গত রোববার কমিশন বৈঠকে বিএনএফকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মিছবাহ উদ্দিন আহমেদের কাছ থেকে নিবন্ধন সার্টিফিকেট নেন বিএনএফের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় তার সাথে দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।