চুয়াডাঙ্গায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগা পাড়ার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর মৃতদেহ গতকাল রোববার বেলা ১১টায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। জান্নাতুল মওলা কবরস্থান মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান শেষে নামাজে জানাজার পর দাফন কাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, মরহুম বাবর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য লিয়াকত আলী গতপরশু শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আর্মড পুলিশের এসআই হুমায়ূন কবীরের নেতৃত্বে ৮ সদস্যের পুলিশের চৌকস দল এবং পরে যশোর সেনানিবাসের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইলিয়াস শেখের নেতৃত্বে ১০ সদস্যের চৌকস সেনা দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বেলায়েত  হোসেন উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন। এছাড়াও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর সভার ১ নং প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জাসদ নেতা তৌহিদ হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কামান্ডার আবু হোসেন, ডেপুটি ইউনিট কমান্ডার শহিদ হোসেন, ডেপুটি জেলা ইউনিট কমান্ডার মস্তফা খান, সার্বিকভাবে পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, তোফাজ্জেল হোসেন, ফজলুর রহমান, আব্দুল হালিম শান্তি, তথ্য ও প্রযুক্তি কমান্ডার আবুল কাশেম মতিউর রহমান এবং বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংসদের সভাপতি শহিদুল ইসলামসহ অনেকেই।

পরিবারের সদস্যরা বলেছেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন অসুস্থতার কারণে দাফেনে শরিক হতে না পারলেও তিনি এক বার্তায় মরহুম লিয়াকত আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের তরফে আরও বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মরহুম লিয়াকত আলী বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল পদে ১৮ বছর চাকরি করেন। তিনি ইস্টবেঙ্গল রিজিমেন্টের ফ্রিডম ফাইটার ছিলেন।

 

Leave a comment