দেশ বিদেশের খুুটিনাটি

যাত্রাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আজ দুপুরে যাত্রাবাড়ীর শেখদির বটতলা স্কুলরোডে একটি মেসের ভেতর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নাজমুল (২২) নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে। অপরজনের হাত, পা ও মাথা ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে পুলিশ এখন পরিচয় নিশ্চিত করতে পারেনি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, ওই মেসে বেলুনে গ্যাস ভরানো হচ্ছিল। হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। ওসি আরো জানান, ঘটনাস্থলে দুইজনের লাশ পাওয়া গেলেও আহত দুইজন কোন হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনও জানা যায়নি।

 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩য় মেধা তালিকা প্রকাশ সোমবার

স্টাফ রিপোর্টার: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় মেধা তালিকা প্রকাশ হবে আজ সোমবার। একই সঙ্গে দ্বিতীয় মেধা তালিকার অটো মাইগ্রেশন ফলাফলও প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। অনুষদগুলোর অফিস সূত্রে জানা গেছে, কলা অনুষদে ১৯৫ টি আসনের বিপরীতে মোট ভর্তি হয়েছে ১৬৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৪৫ আসনের বিপরীতে ৩২৬ জন, বিজনেজ স্টাডিজ অনুষদে ২৪০ টি আসনের মধ্যে ২৩৮, বিজ্ঞান অনুষদে ২৪০ টির মধ্যে ২৩৫, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৯০ টি আসনের বিপরীতে ৮৮ এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ১২০ টি আসনের বিপরীতে ১১২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। মোট এক হাজার ২৩০ টি আসনের বিপরীতে এ পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ১৬৪ জন শিক্ষার্থী। তৃতীয় মেধা তালিকায় পরবর্তী ফল প্রদান করা হবে বলে অনুষদগুলো সূত্রে জানা গেছে। তৃতীয় মেধা তালিকার ভর্তি সম্পন্ন হবে ১২ ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।

 

পাথরঘাটায় হরিণের চামড়া মাথাসহ ১২০ কেজি মাংস জব্দ

স্টাফ রিপোর্টার: বরগুনার পাথরঘাটায় হরিণের চামড়া ও  মাথাসহ ১২০ কেজি মাংস জব্দ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া ঘাট থেকে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ ওই মাংস জব্দ করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেনেন্ট মো. হাসানুর রহমান বলেন, গোপন সংবাদে বিষখালী নদীতে ধাওয়া করে নিশানবাড়িয়া ঘাট থেকে একটি ট্রলারসহ হরিণের ১২০ কেজি মাংস জব্দ করা হয়। এ সময় হরিণের চারটি মাথা ও তিনটি চামড়া উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- সুন্দরবনের বেশ কয়েকটি হরিণ শিকার করে বিক্রয়ের জন্য লোকালয় নিয়ে আসছিল।

 

জব্দ করা চামড়া মাংস স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে

স্টাফ রিপোর্টার: বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা শেখ সোলায়মান হাওলাদার বলেন, কেরোসিন দিয়ে হরিণের মাংস নষ্ট করে মাটি চাপা দেয়া হয়েছে। আর হরিণের মাংস জব্দের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

সাংবাদিক হত্যার মামলার আসামি মেয়র মিরু গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় পৌর মেয়র হালিমুল হক মিরুকে শ্যামলী থেকে গ্রেফতার করা হয়েছে।  এ তথ্য নিশ্চিত করে রবিবার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন উপ কমিশনার মাসুদুর রহমান জানান, সিরাজগঞ্জের জেলা পুলিশের একটি টিম শ্যামলীর একটি বাসা থেকে মিরুকে আটক করে নিয়ে যায়। এসময় ডিএমপির আদাবর থানা পুলিশ তাদের সাহায্য করে। গত বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকায় মেয়রের শটগান থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন তিনি মারা যান। স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন এবং শাহজাদপুর পুলিশ নিশ্চিত করে মিরুর লাইসেন্স করা শটগানের গুলিতেই নিহত হয়েছেন শিমুল। এর আগে রবিবার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির জরুরি সভায় তাকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। হালিমুল হক মিরু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় শিমুল হত্যা মামলার ৪ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দীনকেও বহিষ্কার করার সুপারিশ করা হয়।

 

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ

মাথাভাঙ্গা মনিটর: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তা স্থগিত করে দেয়া আদালতের নির্দেশনা বাতিল করে অবিলম্বে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানিয়ে করা একটি আপিল খারিজ করে দিয়েছে দেশটির একটি ফেডারেল আপিল আদালত। যে কারণে এ সংক্রান্ত সম্পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের নির্দেশনা জারি থাকবে। ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে একটি নিম্ন আদালতের দেয়া নির্দেশনার বিরুদ্ধে আপিলের অংশ হিসেবে নবম সার্কিট কোর্ট অব জাস্টিসে আবেদন করেছিল। ফিনিক্সে বিচারক উইলিয়াম ক্যানবি, জুনিয়র ও সান ফ্রান্সিস্কোতে বিচারক মিশেল ফ্রিডল্যান্ড এ আবেদন খারিজ করে দেয়া সংক্ষিপ্ত রায়ে আপিল গ্রহণে অস্বীকৃতির কারণ উল্লেখ করেননি। তবে তারা ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা দায়েরকারী দুই অঙ্গরাজ্য ওয়াশিংটন ও মিনেসোটা ওএবং বিচার মন্ত্রণালয়কে নিজ নিজ অবস্থানের পক্ষে আরো বিস্তারিত নথিপত্র উপস্থাপনের জন্য যথাক্রমে রোববার রাত ১১টা ৫৯ মিনিট ও সোবার বিকেল তিনটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

 

দক্ষিণ কোরিয়ায় শপিং মলে অগ্নিকাণ্ডে জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ার একটি শপিং মলে অগ্নিকাণ্ডে চারজন মারা গেছেন।  আহত হয়েছেন আরো ৪০ জন। রবিবার একথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশের ধারণা , সিউলের দক্ষিণে অবস্থিত শহর ডংতানের ওই শপিং মলের বাচ্চাদের খেলার স্থানে একটি ঢালাই যন্ত্র থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ওই স্থানটিতে নির্মাণকাজ চলছিল। নিহতদের দু’জন নির্মাণ শ্রমিক, একজন শ্রমিক ও একজন দোকানদার। আহত ৪৭ জনের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভোগেন।

 

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে বরফ ধসে নিহত ১৪

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের চিত্রল জেলায় বরফ ধসে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন মারা গেছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিহতদের ছয় জন নারী, ছয় শিশু ও দুই জন পুরুষ। উদ্ধার অভিযানে অংশ নেয়া দলের প্রধান চিত্রল স্কাউটস কমান্ড্যান্ট কর্নেল নিজামুদ্দিন শাহ্ বলেন, বৃহৎ বরফখণ্ডে ২৫টি বাড়িঘর চাপা পড়েছে। এদের মধ্যে পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নিজামুদ্দিন আরো বলেন, ধ্বংসস্তুপের মধ্যে কতজন আটকা পড়েছে এখনো তা জানা যায়নি।

 

আফগানিস্তানে তুষারপাতে নিহত

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারিপুল প্রদেশে গত তিন দিনে ভারী তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় পাঁচ জন মারা গেছেন। রবিবার স্থানীয় সরকারের এক কর্মকর্তা একথা বলেন। বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাতকারে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাদেশিক কর্মকর্তা আজিজ রহমান আইমাক বলেন, ‘সারিপুল প্রদেশে তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় এখন পর্যন্ত দুই নারীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। তিনি আরো বলেন, তুষারপাত ও বৃহৎ বরফখ- ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস বা আংশিকভাবে ক্ষতি হয়েছে।

 

অনার কিলিং: মেয়েদের খুনের আগে ভিডিও করল বাবা!

মাথাভাঙ্গা মনিটর: পরিবারের সম্মান বাঁচাতে আপন দুই মেয়েকে খুন করেছেন বাবা। আর খুনের আগে মেয়েদের ভিডিও শ্যুট করেন ওই ব্যক্তি। ইয়াসির আবদেল সাইদ নামে সন্দেহভাজন ওই ব্যক্তির খোঁজ দিতে পারলে এক লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। ২০০৮ সালের শুরুতে বড় মেয়ে আমিনা (১৮) ও ছোটো মেয়ে সারা-কে (১৭) ১১ বার গুলি করার অভিযোগ রয়েছে ইয়াসিরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক সে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বাবা হিসেবে ইয়াসির ভীষণ অত্যাচারী ছিলো। ১৯৯৮ সালে দুই মেয়ে আমিনা ও সারা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সে সময় তাদের বয়স ছিল ৯ ও ৮ বছর। আমিনা ও সারার মাও এই অভিযোগ সত্যি বলে দাবি করেছিলেন। যদিও পরে আমিনা ও সারা তদন্তকারী কর্মকর্তাদের জানিয়েছিলেন, রুরাল টেক্সাসের স্কুলে ভর্তি হতে চান না বলে তারা বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিলেন।