স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি উপলক্ষে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে জেলা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাজি মো. আজিজুল হক। সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগের কৃষিবিয়ষক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবু সুফিয়ান বিল্লাল ও আব্দুল মতিন দুদু, দামুড়হুদা শাখার সভপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক ও সন্টু মাস্টার, আলমডাঙ্গা শাখার সভাপতি এম আজিজুল হক ও জীবননগর শাখার সভাপতি ও সম্পাদক নুরুল ইমলাম ও আব্দুল ওহাব।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যেহেতু চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ শারীরিকভাবে অসুস্থার কারণে ভারতে চিকিৎসাধীন থাকায় জেলা সম্মেলনে তারিখ ২৮ ফ্রেরুয়ারির পরিবর্তে ৩ মাস পেছানোর জন্য কেন্দ্রীয় কমিটির নিকট পত্র প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ইতোমধ্যে সকল ইউনিয়ন সম্মেলন সমাপ্তিকরণের জন্য থানা কমিটির সভাপতি ও সম্পাদকে নিদের্শ দেয়া হয়।