দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নাটুদহ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে নাটুদহ ইউপি কার্যালয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। উপস্থিত ছিলেন চারুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কলিম উদ্দীন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, জবেদ আলী, আব্দার আলী, আব্দুল কুদ্দুস, কহিনূর বেগম, দেলোয়ারা খাতুন, ইসমোতারা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে এদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দেশকে এগিয়ে নিতে হলে আপনাদের ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে হবে। কারণ ভিক্ষাবৃত্তি একটি নিকৃষ্টতম এবং জঘন্য পেশা। এ সময় এলাকার ভিক্ষুকরা হাত তুলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন। আলোচনা শেষে এলাকার ১৭ জন ভিক্ষুককে একটি করে ছাগল এবং বাকিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।