শিক্ষার্থীদের আন্দোলনে রুয়েট ভিসি অবরুদ্ধ
স্টাফ রিপোর্টার: ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে অবরুদ্ধ হয়ে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ভিসি অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. কামরুজ্জামানসহ বেশ কয়েকজন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাও অবরুদ্ধ রয়েছেন। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিজেদের রক্ত দিয়ে ৩৩ ক্রেডিট প্রথা বাতিল চাই লিখে দাবি আদায়ে ভিসি কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করায় তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। ক্যাম্পাসে দিনভর আন্দোলনের পর বিকালে প্রশাসন ভবনে ঢুকে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৫টায় সংকট নিরসনে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে রুয়েট প্রশাসন মীমাংসা বৈঠকে বসতে চাইলেও রাজি হননি শিক্ষার্থীরা। তারা দাবি আদায়ে রুয়েট ভিসিকে অবরুদ্ধ করে রাখেন। ক্যাম্পাস সূত্র জানায়, দাবি আদায়ে সকাল ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নেন। পরে বেলা ১১টা থেকে ক্রেডিট প্রথা বাতিলে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পাচারকালে ৫০ লাখ টাকার ১৮টি হাঙর জব্দ
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকা থেকে হাঙ্গর শিকারের পর পাচারকালে ১৮টি হাঙ্গর উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হয়। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। শনিবার মামলা দায়েরের পর এসব জেলেদের আদালতে পাঠিয়েছে বন বিভাগ। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) লে. কমান্ডার এম ফরিদুজ্জামান জানান, বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে হাঙ্গর শিকার করে সংঘবদ্ধ একটি চক্র সেগুলো পাচারের উদ্দেশে বনের মধ্যে অবস্থান করছিলো। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা শুক্রবার রাতে পূর্ব সুন্দরবনের বলেশ্বর নদীতে অভিযান চালান। তিনি জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাঙ্গর পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। এ সময় ট্রলারটিতে তল্লাশিচালিয়ে প্রায় চার হাজার চারশ কেজি ওজনের ১৮টি হাঙ্গর উদ্ধার করা হয়।
বেনাপোল বন্দরে আমদানি বাণিজ্য বন্ধ
স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে রফতানিসহ বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম সচল রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের একাংশের ডাকা ধর্মঘটের কারণে আমদানি কর্মকাণ্ডে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যে কারণে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় পেট্রাপোলে আমদানি পণ্যবোঝাই কয়েক শ ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল হক বলেন, ভারতের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শনিবার সকাল থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গতকাল শনিবার ৯৯ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছে। বেনাপোল বন্দর ব্যবহারকারী কয়েকজন বলেন, দাবি আদায়ে যেকোনো কর্মসূচি ব্যবসায়ীরা ডাকতে পারেন। কিন্তু বিষয়টি যদি আগে থেকে আমাদের জানানো হতো, তাহলে আমদানি স্থগিত করা হতো। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতি কম হতো। আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল দুই বন্দরে ঢোকার অপেক্ষায় আটকা রয়েছে পণ্যবাহী হাজার খানেক ট্রাক। এর মধ্যে মেশিনারি, গার্মেন্টস সামগ্রীর কাঁচামালের পাশাপাশি মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না করলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
তৈজসপত্রের ভেতর পাঁচ কেজি সোনা!
স্টাফ রিপোর্টার: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার শাহজাহান মোল্লা (৩২) নামের এক যাত্রীর আনা তৈজসপত্রের ভেতর থেকে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা ওই সোনা জব্দ করেন। শাহজাহানকে আটক করা হয়েছে। তার বাড়ি ঢাকার সাভারে। তিনি গত ২৪ জানুয়ারি ইতালি গিয়েছিলেন। ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এসএম সোহেল রহমান জানান, শাহজাহান গতকাল শনিবার ভোর ছয়টায় টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তার আনা নানা তৈজসপত্র গ্রিন চ্যানেলে স্ক্যান করা হয়। এ সময় তৈজসপত্রের ভেতরে লুকানো সোনার সন্ধান পাওয়া যায়। বিকেলে নানা উপায়ে তৈজসপত্রের ভেতর থেকে ৫ কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর দাম ১ কোটি ৭০ লাখ টাকা।
মারা গেলেন ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি
মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসা লেতেসিয়া দ্য সিলভা মারা গেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার স্ত্রী ছিলেন। শনিবার স্ত্রীর মৃত্যুর খবর নিজেই নিশ্চিত করেন দ্য সিলভা। তিনি বলেন, শুক্রবার ৬৬ বছর বয়সী ম্যারিসা লেতিসিয়া শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন। শনিবার সাও পাওলোতে তার শেষকৃত্য অনুষ্ঠান হবে। এক বিবৃতিতে লুলার মুখপাত্র জানান, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার স্ত্রী মোরা গেছেন। তারা সবার কাছে দোয়াপ্রার্থী।
কাঁধে মায়ের মৃতদেহ : বরফ ভেঙে ৫০ কি.মি পাহাড়ি পথ পাড়ি
মাথাভাঙ্গা মনিটর: মায়ের মৃতদেহ নিয়ে হাঁটু সমান বরফে ঢাকা ৫০ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন এক ভারতীয় সেনা। কাশ্মীরের কুপওয়রার কারনাথ তহসিলের বাসিন্দা মুহাম্মদ আব্বাসের পোস্টিং ছিলো পাঠানকোটে। কাশ্মীরের কঠিন ঠাণ্ডায় থাকতে পারবেন না বলে সেখানেই মাকে নিয়ে গিয়ে রেখেছিলেন আব্বাস। কিন্তু গত ২৮ জানুয়ারি হৃদরোগে মৃত্যু হয় তার মায়ের। পরদিনই মায়ের মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন আব্বাস। কাশ্মিরের শ্রীনগরে এসে তিনি পড়ে যান মহাবিপদে। কুপওয়ারা যাওয়ার সব রাস্তা বন্ধ। বরফে ঢেকে গেছে গোটা রাস্তা। বাধ্য হয়েই তিনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। অনুরোধ করেন, একটা কপ্টারের ব্যবস্থা করতে। যোগাযোগ করেন জেলা প্রশাসনের সাথেও। টানা তিন দিন কোনো সাহায্য না পেয়ে দুঃসাহসিক এক সিদ্ধান্ত নিয়ে ফেলেন আব্বাস। বেশ কয়েকজন আত্মীয়ের সাথে মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশে হাঁটতে শুরু করেন আব্বাস। হাঁটু-সমান বরফে টানা ৫০ কিলোমিটার পথ পেরিয়ে বৃহস্পতিবার তিনি বাড়িতে পৌঁছান।
চীনে বসন্ত উৎসব চলাকালে অগ্নিকাণ্ড : নিহত ৩৯
মাথাভাঙ্গা মনিটর: চীনে বসন্ত উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি উদযাপনকালে অগ্নিকাণ্ডে দেশব্যাপী মোট ৩৯ জন লোক নিহত হয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় শনিবার এ কথা জানায়। মন্ত্রণালয় জানায়, ছুটির সময় মোট ১৩ হাজার ৭৯৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ কম এবং নিহতের সংখ্যা কমেছে ২৬ দশমিক ৪ শতাংশ। পুলিশ দেশব্যাপী গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিংমল, ধর্মীয় স্থান, আতশবাজি প্রদর্শনী এলাকা ও মন্দির মেলা প্রাঙ্গণে পর্যবেক্ষণ জোরদার করেছে। মন্ত্রণালয় জানায়, সারাদেশে ৮ লাখ ৯৬ হাজারের বেশি অগ্নিকাণ্ড সংক্রান্ত বিপদের খবর পাওয়া গেছে।