কুষ্টিয়া প্রতিনিধি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপির অংশগ্রহণ একটা কূটকৌশল হতে পারে। আর এটা বোঝা যাবে রাষ্ট্রপতির অধীনে গঠিত নির্বাচন কমিশন গ্রহণ ও পরবর্তী নির্বাচনে তাদের অংশগ্রহণের মধ্যদিয়ে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও তার শরীক দলগুলো দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে অগণতান্ত্রিক কার্যকলাপ করে আসছিলো। তারপরও তারা সার্চ কমিটি গঠন প্রক্রিয়ায়তে অংশ নিয়েছে। তবে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের প্রস্তাব উত্থাপনের মধ্যদিয়ে পুরো পরিস্থিতি ঘোলাটে পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে তারা। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।