জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গাগামী একটি মিনিবাস। সেই সাথে রক্ষা পেয়েছে অর্ধশত যাত্রী। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি মিনিবাস রাস্তা দখল করে চলছিলো। এতে সুমন ডিলাক্সের গরিব শাহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় সামনে থাকা একটি করিমনকে পিষ্ট করে রাস্তার পাশের একটি গাছে গিয়ে মিনিবাসটি ধাক্কা মারে। দুর্ঘটনায় কেবল বাসের হেলপার আহত হলেও যাত্রীরা ছিলেন অক্ষত।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আনুমানিক পৌনে ২টার দিকে সুমন ডিলাক্সে গরিব শাহ নামক যাত্রীবাহী বাসটি কালীগঞ্জ থেকে জীবননগর আসছিলো। বাসটি বাঁকা ব্রিক্স ফিল্ডে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি লোকাল বাস মিনিবাসটিকে সাইড না দেয়াতে মিনিবাসটি রাস্তার পাশে স্তুপ করে রাখা ইটভাটার মাটির ওপর উঠে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি ফুলবাজারের সামনে দাঁড়িয়ে থাকা একটি করিমনকে পিষ্ট করে সজোরে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এ দুর্ঘনায় বাসের যাত্রীদের কয়েকজন সামান্য আহত হলেও বাসের হেলপার মারাত্মক আহত হয় বলে জানা গেছে।