জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন

 

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনকে জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত জাতীয় সদর দপ্তরের মহাসচিব বিএমএম মোজহারুল হক এনডিসি স্বাক্ষরিত অফিস সার্কুলারটি তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম সাহান, হুমায়ুন কবীর মালিক এবং ইউনিট অফিসার সাঈদ মোহাম্মদ শামীম রহমান শাহীন উপস্থিত ছিলেন। রেডক্রিসেন্টের কর্মকর্তরা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীনের সাথে সাক্ষাত করে জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত অফিস সার্কুলারটি হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছাসহ মতবিনিময় করেন। এ সময় অফিস সার্কুলারটি পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সার্বিক খোঁজখবর নেন এবং রেডক্রিসেন্ট ইউনিটের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আইন অনুযায়ি নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে স্ব-স্ব জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

Leave a comment