কুষ্টিয়ায় ঝিনাইদহ র‌্যাবের অভিযানে দুজন আটক : ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র‌্যাব কুষ্টিয়ায় অভিযান চালিয়ে আশরাফুল হক ও সাইফুল ইসলাম নামের ২  মাদকব্যবসায়ীকে  ইয়াবা ও  নগদ টাকাসহ আটক করেছে।

র‌্যাব জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীণ গ্যাদোন মিস্ত্রি সড়কে চৌড়হাস আদর্শপাড়ায় অভিযান চালায়। এ সময় আব্দুল খালেকের পাকা বাড়ির গেট সংলগ্ন রাস্তার ওপর থেকে ২ মাদকব্যবসায়ীকে আটক করে। আকটকৃতরা হলেন- ঝিনাইদহ আরাপপুর এলাকার ইছামূল হকের ছেলে আশরাফুল হক (৩০) ও কুষ্টিয়া জেলা সদর মজমপুর এলাকার মৃত  শফিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৮)। আটককৃতদের দেহ তল্লাশি করে পলিথিনের মধ্যে মোড়ানো অবস্থায় ৮৬০ পিস ইয়াবা, নগদ ৫৬ হাজার টাকা এবং দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদ্বয়কে কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়।

Leave a comment