দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৬ তাড়িখোরের জরিমানা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৬ তাড়িখোরের নিকট ২ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা সদরের বসুতিপাড়ার মৃত খেদের মালিথার ছেলে নজরুল ইসলাম নজু (৪৮), বাজারপাড়ার মৃত সাফায়েতের ছেলে আতিয়ার রহমান (৩৭), পুরাতন হাউলীর মোশারেফের ছেলে আতর আলী (৪০), হাতিভাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে আলমগীর হোসেন (২১), একই গ্রামের আলী আকবারের ছেলে জিয়াউর রহমান (২০) এবং আলমের ছেলে আলাল উদ্দীন (৪০) মঙ্গলবার রাত ৮টার দিকে চিৎলা স্বাস্থ্যকমপ্লেক্সের পেছনের মাঠে তাড়ি খাচ্ছিলো। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে এসআই আমাজাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাড়ি খাওয়া অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরেন। গতকাল সকালে ওই ৬ তাড়িখোরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওই ৬ তাড়িখোরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। তাড়িখোররা জরিমানার টাকা নগদে পরিশোধ করে মুক্ত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম।