আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। গতকাল আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা লোকমোর্চার সহসহভাপতি খন্দকার শাহ আলম মন্টু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সদস্য দাউদ আলী, জালাল উদ্দিন, নবিছ উদ্দিন, আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।