দেশ বিদেশের টুকিটাকি : কুয়েতে বাংলাদেশিসহ ৭ জনের ফাঁসি কার্যকর

আজ আদালতে যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়। গতকাল বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমদ তালুকদার বলেন, খালেদা জিয়া আইন ও আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ম্যাডাম আদালতে যাবেন। পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। মামলা দুটির মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য রয়েছে। আর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের পক্ষে আত্মপক্ষ শুনানির দিন ধার্য রয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল হুদা আর নেই

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. নুরুল হুদা (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল বুধবার সকাল ৭টার দিকে তিনি আমেরিকার একটি হাসপাতালে মারা যান। নুরুল হুদা চাঁদপুর-২ (মতলব উত্তর উপজেলা-মতলব দক্ষিণ উপজেলা) নির্বাচনী আসন থেকে চারবার সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯ সালে বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ২৮ বছর বয়সে সরকারি চাকরি (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর-২ নির্বাচনী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেরই ৪ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। বিএনপির মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের প্রথম ৬ মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী দুই বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মো. নুরুল হুদা বিএনপির সাবেক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

যাত্রীর পায়ুপথে মিললো ১০টি সোনার বার

স্টাফ রিপোর্টার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পায়ুপথে লুকানো ১০টি সোনার বার সহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফজলুল হক। তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির জানান, বিমানবন্দরে ওই যাত্রীকে দেখে সন্দেহ হলে তাকে পরীক্ষা করা হয়। পরে তার রেকটামে ১০টি সোনার বার পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধার সোনার বারগুলোর ওজন ১ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। ওই যাত্রী সিঙ্গাপুর থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে গত বছরের ১৭ অক্টোবর আটক এক যাত্রীর রেকটাম থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

 

থাই এয়ারওয়েজের বিরুদ্ধে মানিস্যুট মামলা

স্টাফ রিপোর্টার: থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনালসহ তিনজনের বিরুদ্ধে মানিস্যুট মামলা করেছেন মিসেস ছাদিয়া আফরোজ। গতকাল বুধবার ঢাকার যুগ্ম-জেলা জজ প্রথমের বিচারক উত্পল ভট্টাচার্যের আদালতে এই মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আগামী ৬ মার্চ সমন ফেরতের জন্য দিন ধার্য করেছেন আদালত। বাদী ৫০ হাজার ১৫০ টাকার কোর্ট ফি দাখিল করে আদালতে মামলা করে তার পক্ষে ডিক্রি চেয়েছেন। বাদী উল্লেখ করেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে গত ৫ অক্টোবর পাসপোর্ট ও ভিসা জমা দিলে, ভিসার মেয়াদ শেষ দেখিয়ে যাত্রা স্থগিত করে দেন ৩ নং বিবাদী স্টেশন ম্যানেজার। বাদীর দাবি, ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও তার যাত্রা স্থগিত করায় ১৭ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা ক্ষতি হয়েছে। এই টাকা পাওয়ার জন্য বাদী মানিস্যুট মামলাটি দায়ের করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন এটিএম গোলাম গাউস। মামলার তিনজন বিবাদী হলেন, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, জেনারেল ম্যানেজার অব বাংলাদেশ ও স্টেশন ম্যানেজার।

 

কুয়েতে বাংলাদেশিসহ ৭ জনের ফাঁসি কার্যকর

মাথাভাঙ্গা মনিটর: কুয়েতে এক বাংলাদেশি এবং রাজপরিবারের এক সদস্যসহ সাতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ফাঁসি কার্যকর হওয়া অন্যদের মধ্যে একজন ফিলিপাইনের নাগরিক, একজন ইথিওপিয়ার নাগরিক, একজন কুয়েতি নাগরিক এবং দুজন মিশরীয় নাগরিক রয়েছেন। বেসরকারি চ্যানেল ওই বাংলাদেশির নাম শাহ আলম বলে জানিয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এবং কী অপরাধে তাকে দণ্ডিত করা হয়েছিলো তা জানা যায়নি। ফাঁসি কার্যকর হওয়া রাজপরিবারের সদস্য ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহ পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এছাড়া ফাঁসি কার্যকর হওয়া ফিলিপাইনের নাগরিক গৃহকর্মী জাকাতিয়া পাওয়া মালিকের মেয়েকে হত্যার দায়ে দণ্ডিত হন।

 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ নিহত ২ : খুনিকে শনাক্ত করলো মা

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ওকলাহোমার সাপুলপা শহরের একটি গ্যাস স্টেশনে দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মুহিত খন্দকার (৪৬) নামে একজন বাংলাদেশি ব্যক্তিও রয়েছেন। তিনি ওই গ্যাস স্টেশনটির বিক্রয়কর্মী পদে কর্মরত ছিলেন। পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ প্রচার করলে তা দেখে হিথ হেনি (৩৭)  নামে এক ব্যক্তিকে ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন তার মা।

 

কাশ্মিরে তুষার ধস : নিহত ৫

মাথাভাঙ্গা মনিটর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষার ধসে পাঁচজনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় একই পরিবারের চারজন ও এক সৈন্য রয়েছেন। সীমান্তবর্তী গুরেজ এলাকার বাদুগাম গ্রামে তুষারপাতে একই পরিবারের চার সদস্য মারা যায়। তুষারপাতের সময় তারা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা তুষার কেটে ওই বাড়ি থেকে ১৮ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে। এদিকে উত্তরাঞ্চলের সনমার্গ এলাকায় একটি সেনা ব্যারাকে অপর এক তুষারপাতে এক সৈন্যের প্রাণহানি হয়েছে।

 

সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৩

মাথাভাঙ্গা মনিটর: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল শাবাবের হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার প্রথমে হোটেলটির সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপরেই জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালাতে চালাতে হোটেলে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। গুলিতে জখম হয়েছেন আরও অনেকে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের অধিকাংশই বেসামরিক লোক ও নিরাপত্তা রক্ষী। তিনি জানান, হামলাকারী দুই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। ২০১৫ সালেও মোগাদিসু শহরের একই রকম হামলা চালায় আল শাবাব। সেই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছিলো। আল শাবাব জঙ্গিরা ইসলামিক স্টেটের হয়েই আফ্রিকার মাটিতে নাশকতা চালায়।

 

পাকিস্তান পার্লামেন্টে হেনস্তার শিকার নারী এমপি

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পার্লামেন্টে পুরুষ সহকর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার পর আত্মহত্যার হুমকি দিয়েছেন এক নারী আইনপ্রণেতা। তিনি বলেছেন, ব্যাপকভাবে প্রচারিত এ ঘটনায় বুঝা গেছে নারী সুরক্ষা আইন সঠিকভাবে কার্যকর হচ্ছে না। সিন্ধু প্রদেশের এমপি নুসরাত সাহার আব্বাসী গত শুক্রবার হেনস্তার শিকার হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি পার্লামেন্টে তার নিজের খাস কামরায় তাকে আসতে বলেন। এরপর তিনি তাকে উদ্দেশ্য করে যৌন উসকানিমূলক মন্imageতব্য করেন। নুসরাত বলেন, তিনি এর তীব্র বিরোধিতা করেন এবং পার্লামেন্টে এর বিচার চান। তবে একজন নারী হয়েও পার্লামেন্টের ডেপুটি স্পিকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানান। এতে নুসরাত হতাশ হয়ে পড়েন এবং একটি ছোট বোতল তুলে ধরে বলেন, এর মধ্যে পেট্রোল আছে এবং কোনো পদক্ষেপ নেয়া না হলে তিনি তা গায়ে ঢেলে আত্মহত্যা করবেন। শনিবার বিভিন্ন পত্রিকার এ ছবি প্রকাশিত হয়। ঘটনাটি নিয়ে সামাজিক গণমাধ্যমে হইচই শুরু হলে দলের কেন্দ্রীয় প্রধানরা হস্তক্ষেপ করেন এবং পিতাফির ওপর চাপ দেন। অবশেষে পিতাফি পার্লামেন্টে নুসরাতের কাছে ক্ষমা চান।

 

চীনে এ বছর বার্ড ফ্লুতে ৯ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: চীনে চলতি বছর বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছে। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মানব দেহে এই রোগের সংক্রমণের খবর যত দ্রুত সম্ভব তাদেরকে জানানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পর চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে খবরটি প্রকাশিত হল। বার্ড ফ্লু’তে আক্রান্ত ব্যক্তির মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সাধারণত শীত ও বসন্তকালেই এই রোগের প্রকোপ বেশি দেখা দেয়।