সিসি ক্যামেরার ফুটেজ দেখে আবার ৪ চোর আটক : চোরাই মালামাল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: সিসি ক্যামেরার ফুটেজ দেখে আবারও ৪ চোরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের আব্দুর রাজ্জাকের মুদিদোকানে গতপরশু সোমবার রাতে সঙ্ঘবদ্ধ চোর দোকানের মালামাল চুরি করে। গতকাল মঙ্গলবার সকালে রাজ্জাক দোকানে গিয়ে দেখেন মালামাল তছনছ করা হয়েছে। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখে যায় ৪ চোর দোকানে মালামাল চুরি করে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে থানায় চোরের ছবিসহ একটি অভিযোগ করেন।

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম ওহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ছবি দেখে দিনব্যাপী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মাঠপাড়ার মৃত গহর আলীর ছেলে আব্দুর রশিদকে আটক করে। তার স্বীকারোক্তিতে আটক করা হয় সিঅ্যান্ডবিপাড়ার মুক্তার আলীর ছেলে মিজানুর রহমান, হাসপাতালপাড়ার মৃত আবু তাহেরের ছেলে আসাদুল হক ও বেলগাছি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে বাবলুকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চোরাই মালামল। আটককৃতরা চুরির সাথে জড়িত আছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment