আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য সেবনের অপরাধে দুজনকে কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল দুপুরে উজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে,  দর্শনা ইসলাম বাজারের মৃত আজিজুর রহমানরে ছেলে মাদকসেবী সাইফুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করে আসছিলো। অপরদিকে আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মাদক সেবক খাইরুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করে। ইতোপূর্বে নেশা করার অপরাধে জেলও খেটেছে। খাইরুল ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলো। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা পৌর শহরের মধ্যে নেশা করা অবস্থায় দুজনকে আটক করা হয়। পরে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্সনিয়ে দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকেই ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।