মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়িবহর নিয়ে বদরগঞ্জে নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার ঢাকা থেকে বাংলাদেশ বিমানের আভ্যন্তরীণ ফ্লাইটে তিনি যশোরে এসে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে চুয়াডাঙ্গার উদ্দেশে যশোর ছাড়েন। চুয়াডাঙ্গার বদরগঞ্জে তাকে মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়িবহর নিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের সদস্যবর্গ স্বাগত জানান। পরে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয় জেলা পরিষদ চেয়ারম্যানকে। হাজার হাজার মোটরসাইকেল ও গাড়িবহরে পুরো শহর ছেয়ে যায়। এছাড়া নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি দুপুরে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা ও আলোচনাসভার আয়োজন করে চুয়াডাঙ্গাবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। বক্তব্যে তিনি বলেন, আপনারা আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। দায়িত্বভার গ্রহণ করার পর সকলের সহায়তায় চুয়াডাঙ্গার উন্নয়নকে আরও বেগবান করবো। ভালো কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা রাখবো। জেলার উন্নয়নে সকলের সহযোগিতা চান তিনি। তিনি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে ঝাঁজালো বক্তব্য রাখেন প্রধান বক্তা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সেখ সামসুল আবেদীন খোকনকে নির্বাচিত করায় জেলাবাসীকে ধন্যবাদ জানান তিনি। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সদস্য শফিউল কবির ইউসুফ ও নুরুন্নাহার কাকলী। আরও বক্তব্য রাখেন- জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জেলা কৃষক লীগের সাবেক দফতর সম্পাদক নাজমুল হক পানু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জীবননগর রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত আলী, মাসুউজ্জামান মাসুম, সজিব প্রমুখ। অনুষ্ঠানে পৌর পরিষদ, ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিকেল ৩টায় জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন তার পরিষদ সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। আজ সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেবেন বলে তিনি জানান। পরে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আলম খোকনকে কুতুবপুর ইউপির বদরগঞ্জ বাজার ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোবার সকাল ১১টার দিকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আলম খোকন ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ফেরার পথে বদরগঞ্জ বাজারে হাজারো জনতা তাকে সংবর্ধনা দেয়। এ সময় বদরগঞ্জ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগ সদস্য মো. আরশাফুল হক মিঠু, সাবেক ছাত্রলীগ সদস্য সুমন আলী, সাব্বির হোসেন, যুবলীগ নেতা মো. সোহাগ মিয়া, কুতুবপুর ইউপি ছাত্রলীগ সদস্য নাজমুল হোসাইন, কুতুবপুর ইউপি সদস্য মিলি ইয়াসমিন, যুবলীগ সদস্য আক্তার মিয়া, আব্দুল মালেক প্রমুখ।