চুয়াডাঙ্গা থেকে যশোরগামী চলন্ত মিনিবাসে মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা থেকে যশোরগামী চলন্ত মিনিবাসে চাকরিজীবী এক মহিলার ব্যাগ ছিনতাইকালে বাসের যাত্রীরা এক মহিলা ছিনতাইকারীকে আটক করেছে। আটক মহিলা ছিনতাইকারী কাজল রেখাকে (৩২) জীবননগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার সকালে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারী কাজলের বাড়ি খুলনার খালিশপুর এলাকায়।
জানা যায়, চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহনের একটি মিনিবাসে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এক মহিলা যশোর যাচ্ছিলেন। মিনিবাসটি জীবননগর বাসস্ট্যান্টে ঢোকার মুহূতে তার টাকা ও কাগজপত্রসহ একটি ব্যাগ ছিনতাই করে বাস থেকে নেমে পড়ে মহিলা ছিনতাইকারী। এ সময় বাসস্ট্যান্ডে উপস্থিত জনতাসহ বাসের যাত্রীরা ওই মহিলা ছিনতাইকারীকে আটক করে। আটক মহিলা ছিনতাইকারী জানায়, তার নাম কাজল রেখা। বাড়ি খুলনার খালিশপুর এলাকায়। রানা নামে পুলিশের এক কনস্টেবলের সাথে তার বিয়ে হয়। এক পর্যায়ে সে তাকে ফেলে চলে যায়। আটক ছিনতাইকারী মহিলাকে পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
জীবননগরে এক মহিলা ছিনতাইকারী হাতেনাতে আটক
