জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের বৈদ্যনাথপুরে দুর্ঘটনা
ধর্মসভা শুনতে যাওয়া হলো না সালেহার
জীবননগর ব্যুরো: পিতার বাড়ি গোয়ালপাড়ায় ধর্মসভা শুনতে যাওয়া হলো না গৃহবধূ সালেহা খাতুনের। তার আগেই ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিয়েছে। গতকাল রোববার দুপুরে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের বৈদ্যনাথপুরে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাতে গৃহবধূর লাশ দাফনের পক্রিয়া করা হচ্ছিলো। আজ সোমবার গোয়ালপাড়ায় এ ধর্মসভা অনুষ্ঠিত হবে।
জানা যায়, জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মহিদুল ইসলামের শ্বশুর বাড়ি একই উপজেলার গোয়ালপাড়া গ্রামে। গোয়ালপাড়া গ্রামে আজ সোমবার ধর্মসভার আয়োজন করা হয়েছে। এ ধর্মসভা শুনতে মহিদুল ইসলাম তার স্ত্রী ৩ সন্তানের জননী সালেহা খাতুনকে নিয়ে গতকাল দুপুর পৌনে ২টার দিকে গোয়ালপাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাস্তা পার হয়ে করিমনে উঠাকালে জীবননগর থেকে ছেড়ে আশা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সালেহা খাতুন রাস্তায় ওপর ছিটকে পড়ে মারাত্মভাবে আহত হন। আহত গৃহবধূকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাটক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ১৪-১৮৯৫) আটক করেছে।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক দুর্ঘটনায় গৃহবধূ সালেহার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে আধাঘণ্টা চুয়াডাঙ্গা-কালীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এদিকে নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে তার পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের অনুমতির জন্য চুয়াডাঙ্গায় অবস্থান করছিলো। রাতে লাশ দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছিলো বলে জানা গেছে।