দামুড়হুদার বিষ্ণুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী যুব সংঘের উদ্বোধন

দামুড়হুদার বিষ্ণুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী যুব সংঘের উদ্বোধন করা হয়েছে। বিষ্ণুপুর মাঝের পাড়ায় সংগঠনের উদ্বোধন করেন প্রধান অতিথি জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। গতকাল রোববার দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ করিম। বক্তব্যে প্রধান অতিথি বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক জেলা ছাত্রলীগকে অত্যন্ত কঠোর পরিশ্রমে জীবননগর থেকে আলমডাঙ্গা পর্যন্ত সুসংগঠিত করে গড়ে তুলেছেন।
প্রধান বক্তা বলেন, চুয়াডাঙ্গাতে যদি ছাত্রলীগ করতে হয় একমাত্র মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ভাইয়ের হাত ধরে এগিয়ে আসতে হবে। আরও বক্তব্য রাখেন, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ করিম, বিষ্ণুপুর মাঝের পাড়া যুব সংঘের আহ্বায়ক মো. তুহিন রেজা, সহসভাপতি মো. রানা হামিদ, সাধারণ সম্পাদক মো. সাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিব রেজা, ক্যাশিয়ার মো. শাহিন মোল্লা, ক্রিড়া সম্পাদক হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ হোস্টেল ছাত্রলীগ নেতা ইসরাইল হোসেন, মোস্তাফিজুর রহমান জুয়েল, আলিম নুর, কলেজ ছাত্রলীগ নেতা মোমিন, রিয়ন, সম্্রাট, মিঠুন, শাওন, হাউলি ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিটু, জিএম কামাল, সজল, রিপন, রাশেদ, সাইদুর, হুমায়ন, জনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিয়ার হাসান আক্তার ও সাফায়েত হোসেন বাবু। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment