মেহেরপুর অফিস: জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে জরায়ূ মুখ ও স্তনক্যান্সার প্রতিরোধ সপ্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল বোরবার সকালে সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। সিভিল সার্জন অফিস ও হাসপাতালে কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন। পরে সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, আরএমও ডা. এহসানুল কবীর, গাইনি বিশেষজ্ঞ ডা. বিপুল কুমার বিশ্বাস, শিশু বিশেষজ্ঞ ডা. ওবাইদুল ইসলাম পলাশ, সিএস অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা কাজি রওশন নাহার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইপিআই সুপার আব্দুস সালাম।