দেশ বিদেশের টুকিটাকি : ত্রুটিপূর্ণ কৃত্রিম স্তন : ৬০ লাখ ইউরো জরিমানা

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ রোববার বিকেল চারটায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ জানুয়ারি এ অধিবেশন আহ্বান করেন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেবেন। এরপর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে। আজ বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে। এ অধিবেশনে ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে অধিবেশনের শুরুর দিন বর্তমান সংসদের গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস এবং আলোচনা অনুষ্ঠিত হবে। মরহুম লিটন গত ৩১ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকার বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

 

খুলনাসহ ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী যানবাহন ধর্মঘটের হুমকি

স্টাফ রিপোর্টার: আজ রোববারের মধ্যেই ট্রাক ও কাভার্ডভ্যানের সাইড এঙ্গেল, বাম্পার ও হুক অপসারণের সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি মানা না হলে আগামীকাল সোমবার থেকে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্যবাহী যানবাহন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ২১ জেলার মধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহও রয়েছে। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক আব্দুল গফফার বিশ্বাস। সম্মেলনে পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেসনোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুণ্ড থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাক চালকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

বিষক্ত মাদকদ্রব্য পানে জামাইয়ের মৃত্যু : শ্বশুরের অবস্থা গুরুতর

স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায় বিষাক্ত মাদকদ্রব্য পানে উজ্জ্বল গমেজ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার শ্বশুর দিলীপ গমেজ (৬৫) ও ভায়রা কেন্টন কোড়াইয়ার (৩৫) অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার সন্ধ্যায় জোনাইল ইউনিয়নের ছিটকিগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল গমেজ উপজেলার আদগ্রামের ফ্রান্সিস গমেজের ছেলে। স্থানীয়ভাবে তৈরি মাদক পানে অসুস্থ হয়ে পড়লে পরে তাদেরকে স্থানীয় শাফী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

সরকার নারী শাসিত হলে পুরুষ আর পুরুষ থাকে না

স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, যে দেশে দীর্ঘদিন নারী শাসিত সরকার থাকে, সে দেশের পুরুষ আর পুরুষ থাকে না। বাংলাদেশে এখন পুরুষ শাসিত সরকার দরকার। গতকাল শনিবার কৃষক শ্রমিক জনতা লীগ কালিয়া ইউনিয়ন শাখা আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বাইরে আওয়াম লীগ ও বিএনপি দ্বন্দ্ব দেখালেও ভেতরে ভেতরে তাদের খুব মিল। অবরোধের সময় বিএনপি ১০টি গাড়ি পুড়িয়ে থাকলে বাকি ৯০টিই পুড়িয়েছে আওয়ামী লীগ। ব্যর্থ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে এটিও বুঝাতে ব্যর্থ হয়েছেন। এ সময় তিনি দাবি করেন, বিএনপি নিজেরা কিছু করতে পারে না বলেই আজ কাদের সিদ্দিকীকে কাছে ডাকছে।

 

সেনা অভিযানের মুখে পদত্যাগের ঘোষণা ইয়াহিয়ার

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটভুক্ত দেশগুলোর সামরিক হস্তক্ষেপের মুখে গাম্বিয়ার দীর্ঘদিনের নেতা ইয়াহিয়া জামেহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। এর আগে ইয়াহিয়া ও পশ্চিম আফ্রিকার মধ্যস্থতাকারীদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ধরে আলোচনা হয়। ইয়াহিয়া বলেন, একটি শুভবোধ থেকে আমি দেশটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ইয়াহিয়া দীর্ঘ ২২ বছর ধরে দেশটির নেতৃত্ব দিলেও গত ডিসেম্বরের নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী আদামা ব্যারোর কাছে পরাজিত হন। কিন্তু কারচুপির অভিযোগ এনে পরাজয় মেনে নিতে অস্বীকার করেন তিনি।

 

ওবামা প্রশাসনের সকল নতুন নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ

মাথাভাঙ্গা মনিটর: ওবামা প্রশাসনের দেয়া সকল নতুন নির্বাহী আদেশ এবং কার্যকরে জন্য অনুমতি দেয়া নির্বাহী আদেশগুলো স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার দায়িত্ব নেয়া নতুন প্রশাসন জানিয়েছে, ওবামা প্রশাসনের ইস্যু করা এই নির্বাহী আদেশগুলো পর্যালোচনা শেষে অনুমোদন দেয়া হবে। শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম অফিসে এসে যে দুটি নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন তার একটি ছিলো ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্য আইনের ওপর স্থগিতাদেশ প্রদান এবং ওবামা প্রশাসনের দেয়া নতুন নির্বাহী আদেশগুলোর ওপর স্থগিতাদেশ প্রদান।

 

পাকিস্তানে কাঁচাবাজারে বিস্ফোরণ : নিহত ২১

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে উপজাতি অধ্যুষিত একটি জনাকীর্ণ কাঁচাবাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ৪০ আহত হয়েছে। গতকাল শনিবার ভোরে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত কুররম এলাকার প্রধান শহর পারাচিনারের কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। জাতীয় পরিষদের স্থানীয় সদস্য সাজিদ হোসাইন তুরি বলেন, ভোরে স্থানীয়রা বাজারে উপস্থিত হলে টমেটোর স্তুপে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটে।

 

ইতালীতে শিক্ষার্থীদের বাসে আগুন : নিহত ১৬

মাথাভাঙ্গা মনিটর: ইতালীর একটি মহাসড়কে হাঙ্গেরির শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে আগুন ধরে অন্তত ১৬ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উত্তরাঞ্চলীয় ভেরোনা শহরের কাছে একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। ফ্রান্সে শিক্ষা সফর শেষে বাসটিতে করে শিক্ষক ও অভিভাবকদের সাথে ১৪ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা হাঙ্গেরিতে ফিরছিলো। এর মধ্যে স্থানীয় সময় রাত ১১টার দিকে মহাসড়কের একটি ব্রিজের খুঁটির সাথে বাসটির ধাক্কা লাগে। এর পরপরই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায়।

 

ত্রুটিপূর্ণ কৃত্রিম স্তন : ৬০ লাখ ইউরো জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: ত্রুটিপূর্ণভাবে প্রতিস্থাপিত কৃত্রিম স্তনকে নিরাপদ বলে স্বীকৃতি দেয়ার দায়ে জার্মানির প্রতিষ্ঠান টিইউভি রাইনল্যান্ডকে ৬০ লাখ ইউরো জরিমানা করেছেন ফ্রান্সের একটি আদালত। জরিমানার এ অর্থ কৃত্রিম স্তন প্রতিস্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত ২০ হাজার নারীর মাঝে বণ্টন করতে বলেছেন আদালত। ফ্রান্সের প্রতিষ্ঠান পলি ইমপ্লান্ট প্রোথেস (পিআইপি) নিম্নমানের সিলিকন দিয়ে স্তন প্রতিস্থাপন করে বলে ২০১০ সালে ব্যাপকভাবে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগের আগেই পিআইপির ৮০ ভাগ কৃত্রিম স্তন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। জানা গেছে, পিআইপি যেসব কৃত্রিম স্তন প্রতিস্থাপন করেছে তা ছিদ্র হয়ে গেলে বা ফেটে গেলে এর ভেতরে ব্যবহৃত সিলিকন জেল বের হয়ে পড়ে, যা চিকিৎসাজনিত সমস্যা তৈরি করে।

Leave a comment