চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি পাইকপাড়ায় মা-মেয়ের বিষপান

স্টাফ রিপোর্টার: মা পরেজা খাতুনের বিষপান দেখে বসে থাকেনি বছরখানেক আাগে বিয়ে দেয়া মেয়ে অনিতা। মেয়ে অনিতা মায়ের হাত থেকে বিষের বোতল কেড়ে নিয়ে নিজেও ঢালতে শুরু করে গলায়। দৃশ্য দেখে হতবাক প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে। মা-মেয়ে দুজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়ার রাজমিস্ত্রি কালু ম-লের তিন মেয়ে। বড় মেয়ে অনিতাকে বছরখানেক আগে অপ্রাপ্ত বয়সেই বিয়ে দেয়া হয় পাশের জহুরুলনগর গ্রামের কামরুলের সাথে। বিয়ের পর তাদের সংসারের আসবাবপত্রসহ এটা ওটার অধিকাংশই দেন অনিতার নানি। অনিতা সম্প্রতি তার পিতার বাড়ি ফিরে আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দাবি করে। মেয়ের সুখের কথা ভেবে মা পরেজা খাতুন তার স্বামী তথা অনিতার পিতা কালু ম-লকে কিনে দিতে বলেন। কালু ম-ল অপারাগত প্রকাশ করতেই বাধে ঝগড়া। এরই একপার্যায়ে শুক্রবার বিকেলে পরেজা খাতুন প্রকাশ্যেই বিষের বোতল হাতে নিয়ে গলায় ঢালতে শুরু করেন। মেয়ে অনিতা দেখে দ্রুত ছুটে গিয়ে বলে আমার জন্য তুমি বিষ খাচ্ছো? দাও আমিও খাবো। বলে বিষের বোতল কেড়ে নিয়ে অনিতাও গলায় ঢালে। বিষপানে মা-মেয়ে আছড়াতে শুরু করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

Leave a comment