ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তামাক, মাদক ও জঙ্গিবিরোধী র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তামাক, মাদক ও জঙ্গিবিরোধী জোট (ক্যাট) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ক্যাটের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ক্যাটের বিশেষ উপদেষ্টা এমএ মান্নান এমপি। র্যালি শুরুর আগে বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বর থেকে প্রতিমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশিষ্ট চিত্রশিল্পী ও ক্যাটের সহসভাপতি আশরাফুল আলম পপলু, ক্যাটের সহসভাপতি শাহাদাত হোসেন নিপু, কবি আসলাম সানী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাটের সভাপতি সাংবাদিক আলী নিয়ামত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাটের সিনিয়র সহসভাপতি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, তামাক সারাবিশ্বে স্বীকৃত শত্রু । তামাক শিল্পে কর বাড়িয়ে ও আইন করে তামাক সেবনে নিরুৎসাহিত করার ব্যবস্থা চলছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের তামাক প্রীতি নেই। তবে কৌশলগত কারণে তামাকের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তার বক্তব্যে বলেন, ক্যাম্পাসে তামাক, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ একযোগে কাজ করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সারাদেশে তামাক, মাদক ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণার উদ্বোধন হলো। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ক্যাটের উপদেষ্টা শাহজাহান সাজু, কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রমুখ। আলোচনাসভা শেষে বিশ্ববিদ্যালয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।