চুয়াডাঙ্গা দোস্ত গ্রামের গরু ব্যবসায়ী জীবন খাঁ পুলিশ কাস্টডিতে

 

বেগমপুর/ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের দোস্ত গ্রামের জীবন খাঁ মদ খেয়ে পরের বাড়িতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছে। বাড়ির লোকজন ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জীবন খাঁ চুয়াডাঙ্গা থানা কাস্টডিতে ছিলো বলে পুলিশ জানিয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের ইদ্রিস খাঁর ছেলে আলোচিত গরু ব্যবসায়ী জীবন খাঁ মদ্যপ অবস্থায় গত বুধবার রাত ১১টার দিকে ইউপি সদস্য আবু সালেহ মেম্বারের ভাই মন্টুর ঘরে ঢুকে মহিলাদের সাথে দুর্ব্যবহার করে। বাড়ির লোকজন চিৎকার দিলে জীবন খাঁ দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন ধরে উত্তম-মধ্যম দিয়ে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়। ক্যাম্প থেকে ছাড়িয়ে নেয়ার জন্য জীবন খাঁর লোকজন চেষ্টা করলেও অতীতে তার বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ থাকায় পুলিশ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে।

এদিকে গ্রামবাসী জানায়, জীবন খাঁ গরুর ব্যবসা করে মালিক বনে গেছে। প্রায়ই সে মদ খেয়ে যার-তার ঘোরে ঢোকে। মাস দুয়েক আগেও এ ধরনের একটি ঘটনা ঘটালে তার বিরুদ্ধে মামলাও হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হোসেন বলেন, জীবন খাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আরও আছে। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।