আগামীতে আন্দোলন সংগ্রামে যুবদলের নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা রাখবে : নেতৃবৃন্দ

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে চুয়াডাঙ্গায় জেলা যুবদলের আনন্দ মিছিলে পুলিশের বাধা

 

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের কেদারগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি বিএনপির কার্যালয় থেকে নতুন বাজার সড়কে ওঠার সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিলটিতে পুলিশ বাধা দেয়। এ সময় যুবদলের নেতাকর্মীদের সাথে পুলিশের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। জেলা যুবদলের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুবদলের নতুন কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটিতে যুবদলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দীন টুকুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের নতুন এই কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন ও সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টুর পক্ষে গতকাল বৃহস্পতিবার আনন্দ মিছিলের ঘোষণা দেন। একই সাথে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকাতেও চোখে পড়ার মতো বড় বিজ্ঞাপনও ছাপানো হয়। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই জেলার চারটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের কেদারগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয়ে সমাবেত হতে থাকেন। বিকেল ৪টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন ও সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টুর নেতৃত্বে আনন্দ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে বের হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে আনন্দ মিছিলটি নতুন বাজার অতিক্রম করার সময় পুলিশ মিছিলটিতে বাধা প্রদান করে। এ সময় যুবদলের নেতাকর্মীরা পুলিশি বাধা ভেদ করে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশি বাধার কারণে আনন্দ মিছিলটি পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন। জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক মশিউর রহমান বাবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হক, দামুড়হুদা উপজেলা আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও দর্শনা পৌর আহ্বায়ক নাসির উদ্দীন খেদু। উপস্থিত ছিলেন- সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পিন্টু, আরিফ হোসেন, রফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লাভলু রহমান, আতিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শমসের আলী, আব্দুস সালাম বিপ্লব, দেলোয়ার জাহান ঝন্টু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু, মনির, চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মিলন, ইনতাজ আলী, জাহিদুল, আরিফ, মোবা, আরশেদ আলী, জিহাব, খোকন ও আবুল কালাম।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মোহাম্মদ রাজিব খাঁন, শাহাজান খাঁন ও ছাত্রনেতা সুমন রেজা, ইকবাল, ছোটন, শান্ত, আলামিন, সোহাগ, আকাশ, সাইফুল, মাহবুব ও শুভ। মহিলাদলের নেত্রী কাউন্সিলর শেফালী খাতুন ও নাসরিন আক্তার। বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, যুবদলের নতুন নেতৃত্ব সারাদেশে নেতাকর্মীদের মধ্যে নতুন জাগরণের সৃষ্টি করেছে। একই সাথে তাদের নেতৃত্বে আগামীতে চুয়াডাঙ্গায় আন্দোলন সংগ্রামে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।