চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে হোটেল ও ফার্নিচারের দোকানে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি খাবার হোটেল ও একটি স্টিল ফার্নিচারের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিভিন্ন অপরাধে টাউন ফুটবল মাঠ সংলগ্ন তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন সদর থানার এসআই সানজিদসহ একদল পুলিশ।

আদালতসূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে গতকাল বিকেলে টাউন ফুটবল মাঠ সংলগ্ন খাবার হোটেল বিভা ও মেহমান রেস্টুরেন্টে অভিযান চালান। এ সময় নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে মালিক রোকনুজ্জামান ও সাইফুল ইসলামকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া রাস্তার পাশে রেখে সামগ্রী বিক্রির অপরাধে মায়ের দোয়া স্টিল ফার্নিচারের মালিক মনিরুজ্জামানকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।