দেশ বিদেশের টুকিটাকি : কোটি পাতার নথি অনলাইনে দিলো সিআইএ

ঢাকার সাভারে নবজাতক হত্যা : মা আটক

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে এক নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ ওই নবজাতকের মা অঞ্জনা মণি দাসকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে। অঞ্জনা (৩০) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের গৌরাঙ্গ মণি দাসের স্ত্রী। গৌরাঙ্গ সাভারে থেকে কামারের কাজ করেন। অঞ্জনার মা মরুনি মণি দাস বলেন, তার মেয়ের ১২, ৯ ও ২ বছরের তিনটি কন্যাসন্তান রয়েছে। ছয় দিন আগে সে আরও এক কন্যাসন্তানের মা হয়। এর কয়েক দিন আগে অঞ্জনা তার ব্যাংক কলোনির বাসায় চলে আসেন। নবজাতককে নিয়ে তিনি তার বাসাতেই ছিলো। অঞ্জনার বাসাও ওই এলাকাতেই। তিনি বলেন, সকাল আটটার দিকে অঞ্জনা ও তার নবজাতক মেয়েকে রেখে তিনি কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। এর কয়েক ঘণ্টা পর সকাল ১০টার দিকে তিনি জানতে পারেন, অঞ্জনার নবজাতক মেয়ে মারা গেছে। এরপর তিনি বাসায় গিয়ে নবজাতকে মৃত অবস্থায় পান।

 

নাটোরে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

স্টাফ রিপোর্টার: নাটোরে চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার সৈয়দের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোটরসাইকেল চালক রেজাউল করিমকে (৩৪) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। রেজাউল একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা বলে জানা গেছে।

 

জিম্মি করে ঘুষ গ্রহণ : ডিবির দুই এসআই প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: এক ব্যক্তিকে জিম্মি করে ঘুষ গ্রহণের অভিযোগে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই এসআইকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তারা হলেন- ডিবি পুলিশের এসআই শামিম ও মাহমুদ। গত বুধবার রাতে জেলা পুলিশ লাইন্সে তাদের ক্লোজড করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক ব্যক্তিকে জিম্মি করে ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই  শামীম ও মাহমুদকে প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীকে হত্যার উসকানি : ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উসকানি দেয়ার অভিযোগে করা মামলায় চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গাইবান্ধার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানা আমলি বিচারক অতিরিক্ত বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। ২০১৬ সালের ৩ অক্টোবর গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন মামলাটি দায়ের করেছিলেন। মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেসবুকে শেখ হাসিনাকে হত্যার উসকানি দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ব্যাঙ্গচিত্রও নিজের ফেসবুকে পোস্ট করেছেন। মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ছয়জনকে সাক্ষী করা হয়েছে। ওই মামলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলো। নির্দিষ্ট দিনে আদালতের হাজির না হওয়ায় পরোয়ানা জারি করা হয় বলে জানান এ আইনজীবী।

ঘুষের টাকাসহ ফায়ার সার্ভিসের ২ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে কর্মকর্তাদের কাজ অন্যদের ঘরের আগুন নেভানো। সেই কর্মকর্তারা এবার ঘুষ নেয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের হাতে ধরা পড়লেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শরীয়তপুর জেলায়। এ প্রসঙ্গে দুদকের তথ্য কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, বেলা সোয়া ২টার দিকে শরীয়তপুর জেলা সদরের পালং বাজারের সুরুচি হোটেল থেকে মাদারীপুর জেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের উপসহকারী পরিচালক (শরীয়তপুর জেলার অতিরিক্ত দায়িত্ব) মজুমদার মো. মাহফুজুর রহমানকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। এ সময় তিনি তুলি ফার্নিচার অ্যান্ড স্টিলের মালিক আ. হাকিম মাতবরের কাছ থেকে পঁচিশ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন।

 

স্বামীকে হত্যার পর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

স্টাফ রিপোর্টার: রাজধানীতে স্বামীকে নির্মমভাবে হত্যার পর থানায় গিয়ে হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন স্ত্রী। ঘুমন্ত স্বামীকে শীলপটা দিয়ে মাথায় আঘাতের পর পুরুষাঙ্গ কেটে দেন ওই ব্যক্তির বড় স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।  বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, রাজধানীর মধ্য বাড্ডা আদর্শ নগর এলাকায় ফজল শেখ (৫০) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে তার স্ত্রীর। পারিবারিক কলহের জের ধরে বড় স্ত্রী চন্দন বাহার সকালে তার স্বামী ফজলের মাথায় শীলপাটা দিয়ে মাথায় আঘাত করে এবং পুরুষাঙ্গ কেটে দেয়। থানায় গিয়ে ঘটনাটি ওই নারী হত্যাকাণ্ডের ঘটনা খুলে বললে পুলিশ তার বাসায় গিয়ে ফজলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১০টার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন। আটক স্ত্রীর বরাত দিয়ে ওসি আরো জানান, ফজল বড় স্ত্রীকে রেখে আরও ২টি বিয়ে করেন। বেশিরভাগ সময় তিনি ছোট স্ত্রী সেজনা আক্তার রুমীকে নিয়েই থাকতেন। এ কারণেই স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে বড় স্ত্রী চন্দন বাহার।

 

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান রাসেল নামে এক বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানিনগর গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে। প্রবাসীদের বরাদ দিয়ে মিজানুর রহমান রাসেলের বাবা বুধবার সন্ধ্যায় জানান, রাসেল স্টুডেন্ট ভিসায় আড়াই বছর আগে আমেরিকা যায়। সেখানে লস এঞ্জেলেসের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতো। তার পাশাপাশি ভারমন্ট স্টিট অ্যান্ড লস-ফেলিজে শেভরন গ্যাস স্টেশনে একটি কোম্পানিতে চাকরি করতো। সেখানে দায়িত্বরত অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার দিকে সন্ত্রাসীদের গুলিতে সে মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করোনার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দিল্লি দখল করতে চীনের সময় লাগবে ১০ ঘণ্টা!

মাথাভাঙ্গা মনিটর: চীনের একটি টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, যুদ্ধের সময় চীনের সেনারা ৪৮ ঘণ্টায় দিল্লি পৌঁছুতে পারে। শুধু তাই নয়, আক্রমণের মাত্র ১০ ঘণ্টার মধ্যে দিল্লি চীনের দখলে নিয়ে আসবে বলেও দাবি করেছে টেলিভিশন চ্যানেলটি। এ খবর প্রকাশিত হওয়ার পর পর ভারতে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রাদেশিক একটি টিভি স্টেশনে গত সপ্তাহে এক আলোচনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দাবি করেন, চীনের সাঁজোয়া যান ৪৮ ঘণ্টায় দিল্লি পৌঁছাতে পারবে। আর প্যারাট্রুপারদের লাগবে কেবল ১০ ঘণ্টা। ওই অনুষ্ঠানে উপগ্রহ থেকে তোলা ভারতের রাজধানী দিল্লির ছবিও প্রদর্শন করা হয়।

 

প্রথম রোবট সাংবাদিকের প্রতিবেদন প্রকাশিত

মাথাভাঙ্গা মনিটর: চীনের একটি সংবাদপত্রে বসন্তকালীন উৎসব নিয়ে লেখা ৩০০ শব্দের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর এই প্রতিবেদনটি লিখেছেন প্রথম সাংবাদিক বোবট। পরীক্ষামূলকভাবে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সাংবাদিক ওই রোবটটির নাম জিয়াও নান। ৩০০ শব্দ লিখতে রোবটটি সময় নেয় মাত্র ১ সেকেন্ড! জিয়াও নান নামে ওই রোবট পরিচালনাকারী পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ান জিয়াওঝুনের দাবি, জিয়াও নান খুব দ্রুত স্বল্প ও দীর্ঘ আকারের প্রতিবেদন লিখতে পারে।
অধ্যাপক ওয়ান জিয়াওঝুন বলেন, অন্যান্য সাংবাদিকের মতোই জিয়াও নান তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে পারে। এর ওপর ভিত্তি করে প্রতিবেদন লিখতে পারে। তিনি জানান, জিয়াও নান কেবল তথ্য বিশ্লেষণ করে লিখতে পারে। রোবটের পক্ষে মুখোমুখি সাক্ষাৎকার নেয়া সম্ভব নয়। কোনো ঘটনা সংবাদ হয়ে উঠতে পারে তা ধরার ক্ষমতাও রোবটের নেই।

 

যুক্তরাজ্যের সন্ত্রাস দমন আইন মানবাধিকারের জন্য হুমকি

মাথাভাঙ্গা মনিটর: সন্ত্রাস দমন ও নিরাপত্তার নামে যুক্তরাজ্য যেসব আইন করেছে, তা মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতি হুমকি টেনে আনছে। ইউরোপের অন্য দেশগুলোও উগ্রবাদ ও সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলায় যুক্তরাজ্যের দেখানো পথই অনুসরণ করছে। এতে করে ইউরোপের দেশগুলোতে মানবাধিকার সুরক্ষার ঐতিহ্য নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইউরোপের দেশগুলোর সন্ত্রাস দমন কৌশলের ওপর যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তৈরি করা এক প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে। ইউরোপের ১৪টি দেশের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে তুলনামূলক ওই প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশ করে অ্যামনেস্টি। ৭০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তার নামে যুক্তরাজ্য এমন সব ক্ষমতার প্রয়োগ শুরু করেছে, যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিষ্ঠুর। এতে বলা হয়, মানবাধিকার পরিস্থিতিতে পশ্চাৎ গমনের ক্ষেত্রে যুক্তরাজ্যই ইউরোপকে টেনে নিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের গণনজরদারি (ম্যাস সার্ভেল্যান্স), নাগরিকত্ব কেড়ে নেয়া, মানুষের চলাচল নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কিংবা অভিযোগ গঠন ছাড়াই বন্দী করে রাখার চর্চাকে মানবাধিকারের জন্য গুরুতর হুমকি বলে চিহ্নিত করা হয় প্রতিবেদনে।

 

কোটি পাতার নথি অনলাইনে দিলো সিআইএ

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রায় ১ কোটি ৩০ লাখ পৃষ্ঠার অগোপনীয় নথি অনলাইনে প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এর আগে এই নথিগুলো কেবল মেরিল্যান্ডের কলেজ পার্কে ন্যাশনাল আর্কাইভের চারটি কম্পিউটারে সংরক্ষিত ছিলো। তথ্যের স্বাধীনতার দাবিতে দীর্ঘ প্রচারণা ও সিআইএর বিরুদ্ধে মামলা দায়েরের পর এসব নথি প্রকাশের উদ্যোগ নেয়া হয়। এর মাধ্যমে ভিয়েতনাম ও কোরীয় যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়কালে সিআইএর কর্মকাণ্ড সম্পর্কিত কিছু তথ্য আলোর মুখ দেখলো। প্রকাশিত এসব নথিতে মহাকাশে অচিহ্নিত উড়ন্ত বস্তুর (ইউএফও) দেখা পাওয়া ও সিআইএর স্টার গেট কর্মসূচির সম্ভাব্য আধ্যাত্মিক সক্ষমতার পরীক্ষা-নিরীক্ষার বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে। ইউএফও ও স্টার গেট কর্মসূচি নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র তাত্ত্বিকদের ব্যাপক আগ্রহ রয়েছে।

 

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান ওআইসির

মাথাভাঙ্গা মনিটর: রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য মিয়ানমারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ৫৭ দেশের মুসলিম জোট ওআইসি মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে দেশটির কর্তৃপক্ষকেও অনুরোধ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ওআইসির বিশেষ বৈঠরে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক শেষে প্রচারিত ১০ দফার ইশতেহারে এ আহ্বান জানানো হয়েছে। ওআইসির ওয়েবসাইট থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। ওআইসির বিশেষ এ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।