আনাড়ি দাই দিয়ে প্রসব করানোয় আলমডাঙ্গার গড়চাপড়ায় শিশুপুত্রের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: আনাড়ি দাই দিয়ে প্রসব করানোর ফলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে ১০ দিনের শিশু মিশুক। গতকাল তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। আনাড়ি দাইয়ের কারণে এমনটি হয়েছে বলে সদর হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের সুমন ও সাজেদার প্রথম সন্তান জন্মলাভ করে ১০দিন আগে। এলাকার আনাড়ি মহিলা দাই দিয়ে প্রসব করানোর ফলে সদ্যপ্রসূত পুত্র সন্তান মিশুক মাথায় আঘাত পায়। এতে সে অসুস্থ হয়ে ভুগতে থাকে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে সে মারা যায়।