স্টাফ রিপোর্টার: যৌতুক চাওয়ার অপরাধে দামুড়হুদা জুড়ানপুরের তৌহিদুল ইসলামের ২ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বেগম মমতাজ পারভীন গতকাল রোববার আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার জুড়ানপুর গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে তৌহিদুল ইসলামের বিয়ে হয় দলিয়ারপুর গ্রামের আবু বক্করের মেয়ে রমেলা খাতুনের সাথে। বিয়ের পর যৌতুক দাবি করে স্বামী তৌহিদুল। স্ত্রী রমেলা খাতুন বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় আদালতে মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ মামলায় দণ্ডিত আসামি যে ক’দিন হাজতবাস করেছে দণ্ডিত সময় থেকে সেদিনগুলো বাদ যাবে।