গাংনী বিএনপির সভাপতি গ্রেফতারের পর আদালতে জামিন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হককে (৫৫) পুলিশ গ্রেফতার করলেও আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। গত শনিবার রাতে তাকে তার করমদীর নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশ গ্রেফতার করে। পরে গতকাল রোববার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আলম জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়। গতকালই তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালতে জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন।