দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে র‌্যাবের মাদক বিরোধী অভিযান : ফেনসিডিল উদ্ধার

 

 

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন আটক

দর্শনা অফিস: ঝিনাইদাহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়েছে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে। এ সময় ফেনসিডিল উদ্ধার ও স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

জনা গেছে, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদাহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরে। র‌্যাব সদস্যরা ঈশ্বরচন্দ্রপুরের আবুল কাশেমের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় আটক করা হয়েছে, আশকার আলী ম-লের ছেলে আবুল কাশেম (৫২), স্ত্রী সাহেরা বেগম (৪২) ও ছেলে সুমনকে (১৮)। আটককৃতদের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment