এমপি লিটন হত্যা : মিষ্টি বিতরণের অভিযোগে আটক ১

 

স্টাফ রিপোর্টার: এমপি লিটন হত্যাকাণ্ডের পর মিষ্টি বিতরণে অভিযোগে মতিউর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বামনডাঙ্গা ইউনিয়নের জামালের হাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। তিনি জামালের হাট গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি লিটন তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা গুলি করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। লিটনের মৃত্যুর পর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এলেও মতিউর রহমান আনন্দ-উল্লাসে গত মঙ্গলবার রাতে জামালের হাটে মিষ্টি বিতরণ করেন। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে পুলিশ তাকে আটক করে। থানা ডিউটি অফিসার এসআই আব্দুল জলিল মণ্ডল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মতিউরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতা মামলা রয়েছে।

Leave a comment