চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
মাথাভাঙ্গা ডেস্ক: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আলোচনাসভা, দোয়া মাহফিল এবং বিএনপি-জামায়াত জোটসহ সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে সরকারি কলেজ শহীদ মিনারে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া অপশক্তির তৎপরতা বিনাশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি নাসির উদ্দিন, খুস্তার জামিল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. শামশুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. আবদুল মালেক, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান নান্নু, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি সোহরাব হোসেন, যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জু, আবদুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, টিপু, ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা চিৎলা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দিবসটি পালিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে চিৎলা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরজ আলীর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক শফিউল কবির ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম মেম্বার, আ.লীগ নেতা আবুল কাশেম মোল্লা, আমির শেখ, ইউপি সদস্য লূৎফর রহমান, সাহেব আলী, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগা, হযরত আলী, আনিছুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। উপস্থিত ছিলেন ছাত্রলীগের রাসেল, রায়হান, শিরীন, লেমন, লিঙ্কন, শরীফুল, ইব্রাহিম, ফয়সাল, রাজ, মামুন, বাচ্চু, আরিফুজ্জামান, সুমন, স্বপন, স্বজল, সামাদ, হালিম প্রমুখ। আলোচনা শেষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক হাতেম আলী।
মেহেরপুর অফিস জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাড. রুতসোভা মণ্ডল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নারগিছ সুলতানা, মুজিবনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদিকা তকলিমা খাতুন প্রমুখ।