মেহেরপুর কুতুবপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে আলোচনা শেষে ৪ নং ওয়ার্ডে  ৫১ সদস্য বিশিষ্ট কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লিয়াকত আলীকে সভাপতি, মহাসিন আলীকে সাধারণ সম্পাদক, হামিদুল ইসলামকে সহসভাপতি, এমদাদুল হককে যুগ্ম সম্পাদক ও আজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার বালিরমাঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুতুবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন নিকুল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সহসভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন রতন, কাথুলী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক খোকন প্রমুখ।

Leave a comment