দোকান খোলার কারণে দুর্ঘটনা হলে দায় ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, সিটি করপোরেশনের সিদ্ধান্ত অমান্য করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাকা মার্কেট খুলে দেওয়ার কারণে এখন কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে। গতকাল শুক্রবার বিকেলে গুলশান-১’র ডিএনসিসি মার্কেট পরিদর্শনে আসেন মেয়র আনিসুল হক। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সিটি করপোরেশনের সিদ্ধান্ত না মেনে পাকা মার্কেট খুলে দেয়া প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন, ব্যবসায়ীদের সাথে সিটি করপোরেশনের কোনো সংঘাত নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে পাকা মার্কেটটি ভালো আছে। তবে এটি ঝুঁকিপূর্ণ কিনা, সেটা কেউ বলতে -পারছেন না। এখন দোকান খোলার কারণে কোনো ধরনের দুর্ঘটনা (অ্যাকসিডেন্ট) হলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে। তিনি আরো বলেন, মার্কেট খোলার ব্যাপারে আর কয়েকটা দিন ব্যবসায়ীরা অপেক্ষা করলে ভালো হতো। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এতে মার্কেটের কাঁচাবাজার অংশটি ধসে পড়ে। আর পাকা মার্কেটও ক্ষতিগ্রস্ত হয়।
হাসপাতালকর্মীকে এমপি রিমনের মারধর
স্টাফ রিপোর্টার: বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক দীর্ঘ দিন কর্মস্থলে না এসেও বেতন-ভাতা নেয়া নিয়ে আলোচনার মধ্যে ওই হাসপাতালের এক কর্মচারীকে স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বরগুনা-২ আসনের সাংসদ রিমন বুধবার রাতে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নুরুল ইসলামকে মারধর করেন বলে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দলীয় নেতাকর্মীও জানিয়েছেন। এমপি রিমনও অভিযোগ অস্বীকার করেননি। তিনি বলেন, শাহনাজ পারভীন এক বছর আগে যোগ দিয়ে হাসপাতালে উপস্থিত না থেকেই পুরো বছরের বেতন বাবদ পাঁচ লাখ ৮৪ হাজার টাকা তুলে নিয়েছেন। তার বেতন বন্ধ করে তাকে কারণ দর্শানোর জন্য বলা হলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিছুই করেননি। এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, কর্মচারীকে লাঞ্ছিত করার বিষয়টি তিনি জানেন না। তবে প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে মারধর করা একটি ফৌজদারি অপরাধ।
সংঘর্ষের পর পদ্মায় স্পিডবোট ডুবি : নিখোঁজ ২
স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে মুখোমুখি সংঘর্ষের পর দুটি স্পিডবোট ডুবে গেছে। এতে দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৮ জন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় বোটই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি যাত্রীদের অন্য বোট গিয়ে উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনও দু’জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস শিবচর ইউনিটের একটি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
দেশে রাষ্ট্রপতি শাসন জারি হোক : মমতা
মাথাভাঙ্গা মনিটর: গতকাল শুক্রবার কোলকাতার টাউন হলে প্রশাসনিক বৈঠকের পর নোট বাতিল ইস্যুতে ফের নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রে জাতীয় সরকার বা রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, এই জাতীয় সরকারের মাথায় যদি বিজেপির প্রবীণ এমপি লালকৃষ্ণ আদভানি বা রাজনাথ সিং বা অরুণ জেটলিজি কেও বসানো হয়, তাতেও তৃণমূলের কোনো আপত্তি থাকবে না। কিন্তু নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতেই হবে। তিনি বলেন, নোট বাতিলের ফলে গত দু মাসে আমাদের ৫৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। রাজ্যের ১.৭ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। চা, জুট, গয়না বিভিন্ন শিল্পে সব মিলিয়ে ৮১ লাখ ৫০ হাজার মানুষ কর্মহীন হয়েছেন। কৃষকরা রবি শস্য চাষ করতে পারছেন না এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। মানুষের কাছে যখন নগদ টাকা নেই তখন ওরা ক্যাশলেস অর্থনীতি চালু করছে।
তুরস্কে আদালত চত্বরে বিস্ফোরণ : নিহত ৪
মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের ইজমির শহরে একটি আদালত চত্বরে আত্মঘাতী গাড়িবোমা হামলা ও গুলিতে পুলিশসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুজন হামলাকারী ও একজন আদালতকর্মী রয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এ ঘটনা কুর্দি জঙ্গিরা ঘটিয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ বলছে, এতে আরো বেশ কিছু লোক আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত রোববার নববর্ষের রাতে ইস্তাম্বুলে নাইটক্লাবে জঙ্গি হামলায় ৩৯ জন নিহত হয়। সপ্তাহ না পেরোতেই তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে এ হামলার ঘটনা ঘটলো। এদিকে ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
দাউদ ইব্রাহিমের ১৫ হাজার কোটি রুপির সম্পদ জব্দ!
মাথাভাঙ্গা মনিটর: মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের ১৫ হাজার কোটি রুপির সম্পদ জব্দ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। আরব আমিরাতের সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের খবর সম্পর্কে অবগত নন। এদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন দল বিজেপি এক টুইট বার্তায় বলেছে, দাউদ ইব্রাহীমের ১৫ হাজার কোটি রুপির সম্পদ জব্দ করেছে আমিরাত। এ ঘটনাটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় কূটনৈতিক সাফল্য বলে বর্ণনা করেছে দলটি। আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে পরিচিত দাউদ ইব্রাহীম পাকিস্তানের করাচিতে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হয়। ভারত গত দুই দশকের বেশি সময় ধরে তাকে খুঁজছে। প্রসঙ্গত, দাউদ ইব্রাহীম ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ রয়েছে। ওই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হন। এছাড়া তিনি অন্যান্য সন্ত্রাসী হামলারও মূল হোতা বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ পাচারের মামলা রয়েছে। এছাড়া মুম্বাইয়ের অপরাধ জগতের সাবেক এই নেতার বিরুদ্ধে আল-কায়েদা ও লস্কর-ই-তাইয়েবাসহ সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থসহায়তা দেয়ার অভিযোগ করেছে ভারত ও যুক্তরাষ্ট্র।
নোবেল পেলে ১০০ কোটি রুপি পুরস্কার!
মাথাভাঙ্গা মনিটর: কেউ যদি নোবেল পুরস্কার পান, তবে তাকে দেয়া হবে ১০০ কোটি রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু। তবে এ ঘোষণা শুধু দেশটির অন্ধ্র প্রদেশের বাসিন্দাদের জন্য। বুধবার রাজ্যের তিরুপতিতে পদ্মাবতী ওমেন ইউনিভার্সিটিতে আয়োজিত ন্যাশনাল চিলড্রেনস সায়েন্স কংগ্রেসে কথা বলার সময় রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন। টিআইয়ের খবরে বলা হয়েছে, শিশুরা যে কাজ করে তা উপভোগ করার পরামর্শ দিয়ে চন্দ্র বাবু নাইডু বলেন, কঠোর পরিশ্রম করে কাজ শেষ করতে হবে। তনি বলেন, ‘ক্ষুদ্র উদ্ভাবন অনেক সময় মহান আবিষ্কার হতে পারে। অনুষ্ঠানে গত বছরে পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী জাপানি অধ্যাপক টিকাকি কাজিতাকে সংবর্ধনা দেয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াই এস চৌধুরী ছাড়াও অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।