মেহেরপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়নে সেমিনার

 

 

মেহেরপুর অফিস: মানসম্মত প্রাথমিক শিক্ষা, শিক্ষা উন্নয়নের পূর্বশর্ত এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহামেদ, মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তৌফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল প্রমুখ।