আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর যুবদল আহ্বায়ক বল্টু হত্যামামলার আসামি মাসুমকে পিটিয়ে জখম করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গত শুক্রবার বেলা ১১টার দিকে শহরের অলিফ উদ্দিন মোড়ে ওই মারপিটের ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জপাড়ার আলম হোসেনের ছেলে মাসুদ (২৭) ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। সে আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বল্টু হত্যামামলার ১৩ নং আসামি। বর্তমান সে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত। গত শুক্রবার শহরের অলিফউদ্দিন মোড়ে অবস্থিত আলম মেশিনারিজ নামে তাদের পারিবারিক দোকানে বসে থাকা অবস্থায় ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা তাকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মাসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই ঘটনায় মাসুদের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ছাত্রদল নেতা সাদ্দাম, সনি, শওকতসহ ৯ জনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।