দেশের টুকিটাকি : বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় আইনজীবীর মামলায় আইনজীবী জেলহাজতেদ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় এক আইনজীবীর দায়ের করা মামলায় অপর এক আইনজীবীকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান আইনজীবী শরফুদ্দীন আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ নিজাম উদ্দিনকে গত ১৯ অক্টোবর মারধর করেন অ্যাড. শরফুদ্দিন আহমেদসহ তার লোকজন। এ ঘটনায় অ্যাড. শেখ নিজামউদ্দিন বাদী হয়ে শরফুদ্দিন আহমেদ, মহিউদ্দীন আহমেদ, শামসুদ্দীন আহমেদসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় তাকে হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত কমকর্তা এসআই শরীফ এনামুল হক ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সোমবার মামলার ধার্য দিনে আসামি শরফুদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে তাকে  জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার: দেশের দর্শকদের জন্য বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০১৬’র ধারা ১৯’র ১৩ নং উপধারার আলোকে এ নির্দেশ দেয়া হয়। এ নির্দেশনা ভঙ্গকারী সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইনানুযায়ী অন্যান্য শাস্তির ব্যবস্থা নেয়া হবে। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ঠ বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের অনাপত্তি, অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
চবির সব ডিন পদে আওয়ামীপন্থিরা জয়ী
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ অনুষদের ডিন নির্বাচনে সবকটি পদে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।  গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে দু দিন অগ্রিম ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৭ ডিসেম্বর ৩২ জন শিক্ষক ও ২৯ ডিসেম্বর ২৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, ডিন নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দলের প্রার্থীরা সবাই নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মাহাবুবুর রহমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক ড. শংকর লাল সাহা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ করলেও তাদের  কোনো প্রার্থী জয়ের মুখ দেখেনি।

Leave a comment