মাথাভাঙ্গা মনিটর: সারা বিশ্বের মানুষ যাতে শচীন টেন্ডুলকার নামে চেনে, তার এ শচীন নামটি রাখা হয় এক বাঙালির নামে। সেই বাঙালি আমাদের কুমিল্লার সন্তান- যার নাম শচীন দেব বর্মন। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, আশা ভোঁষলের মতো শচীন টেন্ডুলকার নিজে মারাঠি। তার পিতা বিশিষ্ট মারাঠি ঔপন্যাসিক রমেশ টেন্ডুলকার। শচীনের মায়ের নাম রজনী। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল তিনি ভূমিষ্ঠ হওয়ার পর তার দাদা রমাকান্ত আদর করে নাতির নাম রাখেন শচীন। রমাকান্ত ছিলেন শচীন দেব বর্মনের গুণমুগ্ধ ভক্ত। তাই তিনি তার প্রিয় সুরস ষ্টা শচীন দেব বর্মনের নামেই নাম রাখেন নাতির। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। গানের গায়ক শচীন দেব ছিলেন আজীবন বাঙাল। পূর্ববঙ্গের আঞ্চলিক টানেই জীবনের শেষ দিন পর্যন্ত কথা বলেছেন তিনি। পূর্ববঙ্গের লোক-গানের সুর তিনি জনপ্রিয় করে তুলেছিলেন সারা ভারতে। এক কীর্তিমান বাঙালি সুরসষ্টা ও সঙ্গীতশিল্পীর নামে নাম যে মানুষটির তিনিও ক্রিকেটের ব্যাট সারাজীবন ব্যবহার করেছেন লোক-সঙ্গীতের সুরের মতো সহজ সাবলীল ভঙ্গিতে।