ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডু থেকে ৪ শিবির, জামায়াত ও বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগ মামলায় গতকাল শনিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন জামায়াত নেতা শাহজাহান আলী ও আনছার উদ্দিন এবং কাজীরবেড় ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি আবু কায়েসকে পুলিশ আটক করে। তারা মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙচুর মামলার আসামি। অন্যদিকে হরিণাকুণ্ডু উপজেলা থেকে দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় মোহাম্মদ পিন্টু নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।